মেক্সিকোর আকাশে গভীর রাতে আলোর ঝলকানি
মেক্সিকোর আকাশে ফায়ারবল দেশজুড়ে বিস্ময় জাগিয়েছে
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আকাশ আলোকিত করল একটি উজ্জ্বল বস্তু, যাকে প্রথমে উল্কাপিণ্ড বলে মনে হয়েছিল। বুধবার রাত তিনটার দিকে নগরের ওপর দিয়ে এটিকে যেতে দেখা যায়।
লাতিন আমেরিকার দেশটিতে ফায়ারবলের (আলোক বল) ছুটে চলা এবং মেক্সিকো সিটির আকাশ আলোর ঝলকানিতে ভরে ওঠার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকের মনে বিস্ময় জাগিয়েছে।
দ্রুতই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের উপাদানে পরিণত হয়। ফায়ারবলের ছবির সঙ্গে কার্টুন ও নানা রাজনৈতিক কৌতুক মিলে ইন্টারনেটে রসিকতার বন্যা বয়ে যায়।
মেক্সিকোর বিজ্ঞানীরা জানিয়ে দেন, আকাশের বুকে ছুটে চলা বস্তুটি উল্কাপিণ্ড নয়, এটি ছিল আসলে একটি বলাইড (উজ্জ্বল আলোক গোলক)।
নাসার সংজ্ঞা অনুযায়ী, বলাইড একধরনের ফায়ারবল, যেগুলো অত্যন্ত উজ্জ্বল উল্কা। এগুলো এতটাই চোখধাঁধানো যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে তাদের দেখা যায়।
ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর মহাকাশবিজ্ঞানের গবেষক মারিও রদ্রিগেজ বলেন, এটাকে উল্কা বা উল্কার খণ্ডিত অংশ হিসেবে বর্ণনা করা যায়।
পৃথিবীতে ধেয়ে আসার সময়েই মেক্সিকোর আকাশে ছুটে চলা উজ্জ্বল উল্কাপিণ্ডগুলোয় আগুন ধরে যায়।
মেক্সিকোর বহু মানুষকে চমকে দেওয়া ভিডিওটি নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের একজন রদ্রিগেজ। তিনি আরও বলেন, ছুটে চলা বস্তুটির ওপর প্রচণ্ড চাপ থাকার কারণে এতে আলোর ঝলকানি শুরু হয়, একসময় প্রসারিত লেজ বের হয় এবং আলো বিকীর্ণ হয়।
রদ্রিগেজ বলেন, এই বিশেষ উল্কাখণ্ডটি দেড় মিটার দীর্ঘ। এতে জনসাধারণের জন্য কোনো ধরনের হুমকি ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন