ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বিশ্বকাপে যেতে বাংলাদেশের সামনে যে হিসাবওয়েস্ট ইন্ডিজের কাছে আজ হেরে গেলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশেরআইসিসি টানা তিন ম্যাচ জয়ের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে নিগারদের সামনে এখন কী হিসাব—এই প্রশ্ন হয়তো অনেকের মনেই উঁকি দিচ্ছে।
এই প্রশ্নের উত্তর খুঁজতে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চোখ বোলাতে হবে সবার আগে। ছয় দলের বাছাইপর্বে প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচ। বাংলাদেশ চার ম্যাচ খেলে তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। পাকিস্তান আজ খেলছে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া থাইল্যান্ডের বিপক্ষে। এই প্রতিবেদন লেখার সময় টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তাদের ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে তুলেছে ২০৫ রান।
ধরে নেওয়া যাক, এ ম্যাচ পাকিস্তান জিতবে। সেই অনুযায়ী হিসাব করলে টানা চার জয়ে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেবে এক ম্যাচ হাতে রেখেই। ছয় দলের মধ্যে যেহেতু বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল, তাই বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপে যাওয়ার লড়াই থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের পয়েন্টই চার ম্যাচ শেষে ৪ করে। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রান রেটেও পিছিয়ে তারা। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী পরশু সেই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার সুলতানাদের।
টানা তিন ম্যাচ জয়ের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে নিগারদের সামনে এখন কী হিসাব—এই প্রশ্ন হয়তো অনেকের মনেই উঁকি দিচ্ছে।
এই প্রশ্নের উত্তর খুঁজতে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চোখ বোলাতে হবে সবার আগে। ছয় দলের বাছাইপর্বে প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচ। বাংলাদেশ চার ম্যাচ খেলে তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। পাকিস্তান আজ খেলছে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া থাইল্যান্ডের বিপক্ষে। এই প্রতিবেদন লেখার সময় টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তাদের ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে তুলেছে ২০৫ রান।
ধরে নেওয়া যাক, এ ম্যাচ পাকিস্তান জিতবে। সেই অনুযায়ী হিসাব করলে টানা চার জয়ে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেবে এক ম্যাচ হাতে রেখেই। ছয় দলের মধ্যে যেহেতু বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল, তাই বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপে যাওয়ার লড়াই থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের পয়েন্টই চার ম্যাচ শেষে ৪ করে। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রান রেটেও পিছিয়ে তারা। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী পরশু সেই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার সুলতানাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন