আগামী শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’ - NCN NEWS

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

demo-image

আগামী শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’

Blogger Terms of Service·Privacy·Content Policy Add, remove and edit gadgets on your blog. Click and drag to rearrange gadgets. To change columns and widths, use the Theme Designer. Configure HTML/JavaScript Home Top Ad Page loaded.Getting gadget data

 

আগামী শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’

Screenshot%202025-04-11%20095529



ফিলিস্তিনের গাজায় সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ১২ এপ্রিল (শনিবার) ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হবে।

বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকার সড়কে এটিই হবে ‘সবচেয়ে বড় মার্চ’। এই কর্মসূচির উদ্যোক্তারা দলমত–নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

মার্চ ফর গাজার আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ গতকাল সোমবার তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ইভেন্ট শেয়ার করেছে। ইভেন্টের তথ্য অনুযায়ী শনিবার বেলা তিনটায় এই কর্মসূচি হবে। আজ রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬৪ হাজার মানুষ এই ইভেন্টে ‘আগ্রহ’ দেখিয়েছেন আর এতে ‘যাবেন’ বলেছেন ৫ হাজার জন।


প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে পরিচিত আলেম ও সেলিব্রেটিদের ভিডিও বার্তা পোস্ট করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যাঁদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নিজেরসহ মোট ১৪ জনের এ–সংক্রান্ত ভিডিও বার্তা তাঁর ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ।’

শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদুল্লাহ রিয়াদসহ অনেকে নিজেদের ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচার করেছেন। মিজানুর রহমান আজহারী বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।’

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages