অদ্ভুত এক নিয়মের কারণে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলতে পারেন ডি ব্রুইনা
এ মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডারের সিটি ছাড়ার ঘোষণা আসার পর থেকেই তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে সামনে এসেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির নামও।
ডি ব্রুইনাকে পাওয়ার ব্যাপারে ইন্টার মায়ামি বিশেষ একটি সুবিধাও পাচ্ছে। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মের মধ্যে ‘ডিসকভারি রাইটস’ বলে একটি বিষয় আছে। এই নিয়ম অনুসারে কোনো ক্লাব দলে নিতে চায় এমন সর্বোচ্চ পাঁচজনের একটি তালিকা করতে পারে।
তালিকায় থাকাদের সঙ্গে সবার আগে ওই ক্লাবই যোগাযোগ করতে পারে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টার মায়ামির ‘ডিসকভারি রাইটস’ তালিকায় আছেন ডি ব্রুইনা।
এর আগে গত গ্রীষ্মে ডি ব্রুইনার আরেক এমএলএস ক্লাব সান ডিয়েগোতে যোগ দেওয়ার কথা ছিল ডি ব্রুইনার। তবে অর্থনৈতিক কারণে স্পোর্টিং ডিরেক্টর টাইলের হিপস এই প্রচেষ্টা আর সামনে এগোতে দেননি।
সে সময় হিপস বলেছিলেন, ‘তার সঙ্গে আমার আলাপ হয়েছে। কিন্তু বেতন আমাদের বাজেটের সঙ্গে যাচ্ছে না।’ তবে সেবার না হলেও এবার হয়তো ইন্টার মায়ামি ঠিকই দলে টেনে নিতে চায় ডি ব্রুইনাকে। সেটি হলে মায়ামিতে মেসি-ডি ব্রুইনা জুটির নতুন এক গল্পও শুরু হবে।
এদিকে গত ৪ এপ্রিল মৌসুম শেষে সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ডি ব্রুইনা। সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কী কথা বলতে চাই। তাই আমি আর কোনো ঘোরপ্যাঁচ না করে সরাসরি জানিয়ে দিচ্ছি, ম্যানচেস্টার সিটিতে এই কয়েকটা মাসই আমার শেষ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন