কিংসকে প্রায় ছিটকে দিয়ে মোহামেডানের শিরোপা স্বপ্ন উজ্জ্বল করলেন দিয়াবাতে
বসুন্ধরা কিংস অ্যারেনার এক পাশের গোলপোস্টের পেছনের গ্যালারিতে কিংসের বিশাল এক পতাকা। পাশেই ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনের ছোট ছোট কয়েকটি পতাকাও চোখ কাড়ছিল। আরেক পাশের গ্যালারির মাঝখানে মোহামেডান আলট্রাস নামে বড় একটি ব্যানার। আশপাশে কিছু সমর্থকও সাদাকালোর। থেমে থেমে বাজছিল ঢোল বাদ্য।
গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখে অবশ্য মনে হচ্ছিল না বড় ম্যাচ। কিন্তু মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজটা ঠিকই থাকল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডে পয়েন্ট তালিকার এক আর তিনের লড়াইটা জমেছিল ভালোই। দুই দলের খেলোয়াড়দের মধ্য উত্তেজনা ছাপিয়ে তা ছড়ায় দুই গ্যালারিতে।
সমর্থকেরা তেড়ে যান একে অন্যের দিকে। মাঝখানে কাঁটাতারের বেড়া থাকায় অপ্রীতিকর কিছু হয়নি। তবে পানির বোতল ছুড়ে মারা হয়েছে মাঠে। ম্যাচও বন্ধ ছিল মিনিট সাতেক।
উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসল মোহামেডান। ১০ জনের কিংসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো পেশাদার লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে সাদাকালোরা।
১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ২৬। আবাহনী আজই ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল করেছেন জোড়া গাল। অন্য দুটি গোল সুমন রেজা ও মোহাম্মদ হৃদয়ের।
তৃতীয় স্থানে থাকা কিংসের পয়েন্ট থাকল ২০-ই। কিংসের জন্য আজকের ম্যাচটি ছিল টানা ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার। কিন্তু হেরে যাওয়ায় তাদের লিগ জেতার সম্ভাবনা এখন অনেকটাই কমে গেল।
ঈদের ছুটির পর শুরু হওয়া ঘরোয়া ফুটবলে এটি কিংসের টানা দ্বিতীয় হার। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে ১০ জনের আবাহনীর বিপক্ষে জিততে পারেনি কিংস। ১-১ ম্যাচ শেষে আকাশি নীলেরা জিতেছে টাইব্রেকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন