গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নোয়াখালী জেলা শহরের বাসিন্দারা। আজ শুক্রবার জুমার নামাজের পর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নোয়াখালীর ব্যানারে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই জেলা শহর মাইজদীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা জেলা মসজিদ সড়ক এবং আশপাশের এলাকায় একত্র হন। বেলা দুইটার দিকে কয়েক হাজার মানুষ সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জামে মসজিদ মোড়, টাউন হল মোড় প্রদক্ষিণ করে শহরের মোহাম্মদীয়া মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। এ সময় শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও সমাবেশ চলার কারণে প্রায় এক ঘণ্টা গোটা নোয়াখালী শহর স্থবির হয়ে ছিল।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের খতিব ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন