পাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে গিলেস্পির
পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি বলেছেন, দেশটিতে কাজ করার অভিজ্ঞতা এতটাই খারাপ ছিল যে আবার পূর্ণকালীন কোচিংয়ে ফেরার আগ্রহ হচ্ছে না তাঁর। এই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মতে, পাকিস্তান জাতীয় দলের সঙ্গে তাঁর স্বল্প সময়ের কিন্তু অস্থির প্রকৃতির কাজের অভিজ্ঞতা তাঁর কোচিং পেশার প্রতি ভালোবাসাকে ‘তেতো’ করে দিয়েছে।
সাবেক অস্ট্রেলিয়ান পেসার গিলেস্পি ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পান। তবে ডিসেম্বরেই দায়িত্ব ছেড়ে দেন। সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে আবার কোচিংয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত নই আমি পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহী কি না। অস্ট্রেলিয়া ডাকলেও ‘‘না’’, আমি আগ্রহী নই।’দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়া গিলেস্পি কাজ শুরুর ছয় মাসের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর বিরক্ত হয়ে ওঠেন। প্রথমে তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া, এরপর তাঁর অমতে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় দেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দায়িত্বই ছেড়ে দেন।৯ বছর বয়সী গিলেস্পির মতে, পাকিস্তান দলে তাঁর কোচিং অভিজ্ঞতা তেতো হয়ে ওঠার পেছনে আকিব জাভেদের হাত আছে। সাবেক ক্রিকেটার আকিব গিলেস্পির পদত্যাগের পর থেকে পাকিস্তান দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন।
আকিবকে দায়ী করে গিলেস্পি খোলামেলাই বলেছেন, ‘সে একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’লম্বা মেয়াদে কোচিংয়ে আগ্রহ হারিয়ে ফেললেও স্বল্প সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ বা পরামর্শক হিসেবে কাজ করার ইচ্ছা আছে গিলেস্পির। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলে মাঠকে বিদায় জানানো এই ক্রিকেটার আপাতত সেই দিকেই তাকিয়ে, ‘লিগগুলোতে কোচিং বা স্বল্পমেয়াদি কাজ কিংবা পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ আছে। তবে পূর্ণকালীন কোচ—এটা এ মুহূর্তে আমার ভাবনায় নেই।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন