আইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি - NCN NEWS

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Blogger Terms of Service·Privacy·Content Policy Add, remove and edit gadgets on your blog. Click and drag to rearrange gadgets. To change columns and widths, use the Theme Designer. Configure HTML/JavaScript Home Top Ad Page loaded.Getting gadget data

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি

 



বিরাট কোহলিএএফপি
টি–টোয়েন্টি চার–ছক্কার খেলা। আর এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে চার–ছক্কা মারায় এত দিন সবার ওপরেই ছিলেন বিরাট কোহলি। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেই জায়গায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন কোহলি, যেটা মনে রাখার মতোই এক মাইলফলক। আইপিএলে চার–ছক্কা মিলিয়ে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার দৌড়ে শুধু কোহলিই এখন হাজারি ক্লাবের সদস্য।

 দিল্লির মুখোমুখি হওয়ার আগে চার–ছক্কা মিলিয়ে ৯৯৮টি বাউন্ডারি ছিল কোহলির। বেঙ্গালুরুতে কাল দিল্লির কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৬ উইকেটে হারের ম্যাচে ১৪ বলে ২২ রান করেন কোহলি। একটি চার ও দুটি ছক্কা মারেন। বেঙ্গালুরুর ইনিংসে দিল্লি স্পিনার অক্ষর প্যাটেলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মেরে পৌঁছে যান ৯৯৯–তে। চতুর্থ ওভারের তৃতীয় বলে সেই অক্ষরকেই চোখধাঁধানো এক শটে ছক্কা মেরে পৌঁছে যান অনন্য এই মাইলফলকে। এক্সট্রা কাভারের ওপর দিয়ে কোহলির সেই ছক্কা শুধু চোখ জুড়ানোই নয়, এমন একটি মাইলফলকে পৌঁছাতে বলতে পারেন যথার্থ একটি শট।

কোহলি এরপর আরও একটি ছক্কা মেরে আউট হওয়ায় তাঁর পরিসংখ্যানটা দাঁড়াল এমন—আইপিএলে ২৫৭ ম্যাচে ২৪৯ ইনিংসে চার–ছক্কা মিলিয়ে ১০০১টি বাউন্ডারি! এর মধ্যে চারের মার ৭২১টি এবং ছক্কার মার ২৮০টি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই হাজারি ক্লাবের দেখা পেলেন বেঙ্গালুরু তারকা।


তবে আইপিএলে শুধু চার কিংবা ছক্কা মারার কোনো তালিকাতেই কোহলি কিন্তু শীর্ষে নেই। চারের তালিকায় শীর্ষে শিখর ধাওয়ান (৭৬৮), দ্বিতীয় কোহলি। ছক্কা মারায় শীর্ষে ক্রিস গেইল (৩৫৭), কোহলি তৃতীয়। দ্বিতীয় হিসেবে দুজনের মাঝে কোহলিরই জাতীয় দলের সতীর্থ ও মুম্বাই ইন্ডিয়ানস তারকা রোহিত শর্মা (২৮২)।

কোহলি এবার আইপিএল খেলতে নেমেছিলেন চার–ছক্কা মিলিয়ে ৯৭৭টি বাউন্ডারি নিয়ে। এখন পর্যন্ত মেরেছেন ১৬টি চার ও ৮ ছক্কা। এবারের আইপিএলে এখন পর্যন্ত ২৫ চার ও ২৪ ছক্কা নিয়ে বাউন্ডারি মারার তালিকায় শীর্ষে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান।

চলতি আইপিএলে আর একটি ফিফটি পেলেই দারুণ এক ক্লাবে একজনের একাকিত্ব ঘোচাবেন কোহলি। সেই ক্লাবটি হলো স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি—যেখানে ৩৯৮ ইনিংসে ১০৮ ফিফটি নিয়ে শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। ৩৮৭ ইনিংসে ৯৯ ফিফটি পাওয়া কোহলি এই তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে বসতে নিশ্চয়ই মুখিয়ে আছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages